অ্যাকাউন্ট ছাড়াই মুঠোফোনে ফেসবুক লাইভ স্ট্রিমিং

২৮ মার্চ, ২০২০ ১৫:৩১  
কোভিড-১৯ বিশ্বব্যাপী তৈরি করেছে ভয়াবহ পরিস্থিতি এবং সকল দেশে চলছে লকডাউন। কোটি কোটি কোটি মানুষ ঘরে বসে থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন অনলাইনে প্লাটর্ফমে লাইভ ভিডিও'র চাহিদা বেড়েছে বহু গুন। এমন পরিস্থিতিতে যারা ফেসবুক ব্যবহারর করে না তাদের জন্য বর্তমান সময়ের জনপ্রিয় অনলাইন প্লাটর্ফম ফেসবুক দিচ্ছে সরাসরি লাইভ স্ট্রিম দেখার অনুমতি। এখন থেকে ফেসবুকে অ্যাকাউন্ট ছাড়াই মোবাইল ফোনে ফেসবুক লাইভ স্ট্রিমিং উপভোগ করতে পারবেন। ইতিমধ্যেই ফিচারটি অ্যান্ড্রয়েড প্লাটফর্মের জন্য এই সুবিধা চালু করা হয়ে। আগামী কিছু দিনের মধ্যে আইওএস প্লাটফর্মেও এই সুবিধা মিলবে। এছাড়াও নতুন করে ‘পাবলিক স্যুইচ টেলিফোন নেটওয়ার্ক’ বা পিএসটিএন সুবিধা যুক্ত করছে ফেসবুক। এর ফলে টোল ফ্রি নম্বরের মাধ্যমে লাইভস্ট্রিম শুনতে পাবেন ব্যবহারকারী। পাশাপাশি "অডিও মুড" নিয়েও কাজ করছে এই সোশ্যাল মিডিয়া জায়ান্ট। করোনা ভাইরাস মহামারির এই দিনগুলোতে ফেসবুক এবং ইনস্টাগ্রাম বেশি ব্যবহার হচ্ছে। এর মধ্যে ৭০ শতাংশের বেশি ব্যবহারাকারি গ্রুপ ভিডিও কল ব্যবহার করছেন।